ফুল ভিউ ডিসপ্লের ফোন এনেছে অপো

মোবাইল ফোন রিভিউ March 28, 2018 2,568
ফুল ভিউ ডিসপ্লের ফোন এনেছে অপো

চীনের বাজারে অনেকটা চুপিসারে নতুন একটি ফোন আনলো অপো। ফোনটির মডেল অপো এ ওয়ান। মধ্যম ঘরানার এই ফোনটি ১ এপ্রিল থেকে বাজারে কিনতে পাওয়া যাবে।


অপোর নতুন ফোনটিতে আছে ফুল ভিউ ডিসপ্লে। এতে ৫.৭ ইঞ্চির এস-আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি র‌ম ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৩১৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


ছবির তোলার জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।


চীনের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ১৭৯ ডলারে।