মৃত ব্যক্তির পক্ষে নামাজ পড়া যাবে কি?

ইসলামিক শিক্ষা March 26, 2018 2,665
মৃত ব্যক্তির পক্ষে নামাজ পড়া যাবে কি?

প্রশ্ন : কোনো মৃত ব্যক্তির জন্য যদি নামাজ পড়া হয়, তাহলে সেই নামাজের নিয়ত কী হবে?


উত্তর : আসলে নামাজ কোনো মৃত মানুষের জন্য পড়লে তা হবে না। নামাজ হবে ব্যক্তির নিজের জন্য, যিনি নামাজ পড়ছেন এটি তাঁর জন্য হবে। নামাজ তাঁর নিজের কল্যাণের জন্য, তাঁর নিজের ইবাদত এবং নামাজ অবশ্যই হতে হবে আল্লাহর জন্য।


নামাজ একটি শারীরিক ইবাদত এবং নামাজের ক্ষেত্রে এটি সাব্যস্ত হয়নি যে অন্য কারো পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা যাবে। যিনি নামাজ পড়ছেন এটি তাঁর পক্ষ থেকেই হবে। তবে, আপনি নামাজের ভেতরে বা বাইরে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন।


নামাজের ভেতরে সেজদাহে, তাশাহুদের পরে আত্তাহ্যিয়াতু, দরূদ শরিফ পড়ে অনেক সুন্দর সুন্দর দোয়া রয়েছে, এই দোয়াগুলো আপনি মৃত ব্যক্তির জন্য পড়তে পারেন। অতএব নামাজ আপনি কোনো মাইয়্যাতের পক্ষ থেকে অথবা মাইয়্যাতের জন্য পড়বেন না।


নামাজ হবে আপনার নিজের জন্য। নামাজের শেষেও আপনি একাকী দীর্ঘক্ষণ বাংলায় তাঁর জন্য দোয়া করতে পারবেন। তবে নামাজ যেহেতু শারীরিক ইবাদত, এটি অন্য কারো পক্ষ থেকে আদায় করা যাবে না।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন