তিন হাজার টাকায় এক জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ March 25, 2018 2,162
তিন হাজার টাকায় এক জিবি র‌্যামের ফোন

যারা কম দামে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য সুখবর। মাত্র তিন হাজার টাকায় কিনতে পারবেন এক জিবি র‌্যাম সমৃদ্ধ ফোন। জে ৫০ মডেলের এই ফোনটি বাজারে এনেছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। দেশটির বাজারে এটি বিক্রি হচ্ছে ২৪০০ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩০৪১.৪১ টাকা।


সাশ্রয়ী দামের এই ফোনটি অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত। যেসব ফোনের র‌্যাম কম সেসব ফোনের জন্য অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম তৈরি করেছে। লাভার জে ৫০ ভারতের প্রথম গো অপারেটিং সিস্টেম চালিত ফোন। ফোনটির ফন্ট ও ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৮ জিবি ইন্টারনাল ।