![যেভাবে বুঝবেন আপনার মোবাইল অফিসিয়াল না আনঅফিসিয়াল](https://bdup24.com/thumb.php?src=media/2020/11/janabd-678cfa711851b3cba0b92e9ac040653f.jpg&w=144&h=96)
![স্মার্টফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার](https://bdup24.com/media/2018/03/janabd-96adae451c9cd87bd94b304b131868ad.jpg)
আজকাল প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণও আছে। আসুন স্মার্টফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার জেনে নেই।
স্মার্টফোন যে কারণে গরম হয় : স্মার্টফোন বেশি গরম হওয়ার জন্য প্রথম কারণ প্রসেসর। সেটাই ফোনের প্রধান অঙ্গ। আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর সবসময় চলতে থাকে। তার কাজ করতে থাকে। প্রসেসর ফোনের বডির সঙ্গে লেগে থাকে।
ফলে গরম অনুভূত হয়। এছাড়াও স্মার্টফোন দিন দিন পাতলা হলেও ব্যাটারির প্রযুক্তি সেভাবে উন্নত হয়নি। দুর্বল ব্যাটারি বেশি তাপ তৈরি করে। এছাড়াও দুর্বল নেটওয়ার্কের সিগনালের কারণেও ফোনটি গরম হতে পারে।
▶স্মার্টফোন গরম হওয়া বন্ধ করা যাবে যেভাবে :
১. স্মার্টফোন বেশি ব্যবহার করা যাবে না বা বেশি গেম খেলা যাবে না-এটা কিন্তু একেবারই ঠিক নয়। বরং খেয়াল রাখুন, ফোনে যেন সব সময় চার্জ থাকে। বিশেষ করে, ডাউনলোড করার সময়।
২. এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। কোন কোন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলো বন্ধ রাখুন।
৩. র্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন। অ্যানিমেশন বন্ধ রাখুন। অপ্রয়োজনে ওয়াই-ফাই অফ রাখুন।
৪. স্মার্টফোনের এমন কভার নিন যেটা ফোনের তাপ শুষে নিতে পারবে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম করে না দেয়। ফোনকে যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।
৫. রাতে স্মার্টফোন চার্জে দিয়েই ঘুমিয়ে যাবেন না। এতে স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্ব যেমন কমে তেমনি ফোনটি গরম করে ফেলে। এভাবে প্রায়ই স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণ হতেও দেখা যায়।
৬. অনেক সময় এটি হতে পারে ভাইরাস ও ম্যালওয়্যারের জন্য।
৮. ব্রাইটনেস বাড়ালে ফোনটি গরম হতে পারে। ব্রাইটনেস না বাড়িয়ে বরং একটি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন।
![যেভাবে বুঝবেন আপনার মোবাইল অফিসিয়াল না আনঅফিসিয়াল](https://bdup24.com/thumb.php?src=media/2020/11/janabd-678cfa711851b3cba0b92e9ac040653f.jpg&w=144&h=96)
![অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বাড়ানোর কিছু উপায়](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-cfb44b5dbf494da78553109dd32622e0.gif&w=144&h=96)
![সহজেই অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাঁচাবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-2832278db23eb2cf6b294c510b7bad77.jpg&w=144&h=96)
![মুঠোফোনের এই গোপন কোডগুলোর কাজ জানেন কি?](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-922f9d89e246084ff05f79284854a712.jpg&w=144&h=96)
![স্মার্টফোনের সঙ্গে যে কাজ কখনও করা উচিত নয়](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-e0679741969383717173a64cf04e0678.jpg&w=144&h=96)
![ফোনের নেটওয়ার্ক সিগন্যাল শক্তিশালী করবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-d29ea3608fa94f6a5fce296f72d8d61c.jpg&w=144&h=96)
![অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কল ব্লক করবেন কীভাবে?](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-a273d1bce8370a8d4599d51d9287d6cb.jpg&w=144&h=96)
![যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-c4e31ce9f5234301af31f265b5714128.jpg&w=144&h=96)
![কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-8e88fe29cb3a403b1a7e55b0bb87650d.jpg&w=144&h=96)
![ফেসবুকের ফেক প্রোফাইল থেকে সাবধান থাকবেন কীভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-74d8f6fc6822b5638a4db5594dfb21f3.jpg&w=144&h=96)