মশা বিষয়ক এই ১০টি তথ্য আপনিও জানেন

জানা অজানা March 12, 2018 2,379
মশা বিষয়ক এই ১০টি তথ্য আপনিও জানেন

মশা এখন টক অব দ্য কান্ট্রি। এমন মুহূর্তে মশা বিষয়ক ১০টি তথ্য জেনে নিন, যেসব তথ্য আপনিও জানেন। হয়তো বিশেষ করে খেয়াল করেননি। কী সেই তথ্য? দেখা যাক...


* মশা মানুষের শরীরে বসে। মানুষ মশা মারতে গিয়ে সিংহভাগ সময় নিজের শরীরেই আঘাত করে।


* মশা মানুষকে কামড় দিলে মানুষ যতটা বিরক্ত হয়, তারচেয়ে বেশি বিরক্ত হয় কানের কাছে মশার গুনগুনানিতে।


* অদ্ভূত কোনো কারণে মশা মানুষকে ‘গান’ শুনাতে ভালোবাসে। তাই মানুষের কানের কাছেই ঘুরঘুর করে।


* যাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি বের হয় এবং যাদের রক্ত গ্রুপ ‘ও’, তাদের দিকেই মশার আকর্ষণ বেশি।


* বিজনেস ইনসাইডের প্রতিবেদন অনুসারে, মশা পৃথিবীর দ্বিতীয় মারাত্মক প্রাণী। মশার কামড়ে নানা রোগাক্রান্ত হয়ে বছরে প্রায় সাড়ে সাত লাখ মানুষ মারা যায়।


* মশার বিচার চেয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতে দানেশ নামের এক ব্যক্তি সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন।


* মানুষকে একমাত্র মেয়ে মশাই কামড়ায়, পুরুষ মশার হুল ছোট হওয়ায় মানুষকে কামড়াতে পারে না।


* মানুষ খিদে মেটাতে অন্য প্রাণীকে (যেমন-হাঁস, মুরগি, গরু) খায়, মশা খিদে মেটাতে মানুষের রক্ত খায়।


* মশা রাতের বেলা মানুষকে কামড়াতে ভালোবাসে। বিশেষ করে মানুষ যখন ঘুমের জন্য বিছানায় যায়, তখন মশার আক্রমণ বেশি হয়।


* মশার তুলনায় মানুষ বিশালাকারের প্রাণী। অথচ মানুষকে হয়রান করতে একটি ছোট্ট মশাই যথেষ্ট।