মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকার নবপল্লিতে এ ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে, ১৩ বছরের ওই প্রতিবন্ধী কিশোরীকে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভয় সিং নামে ৭০ বছরের ওই বৃদ্ধ।
পরে বাড়ি ফিরে কিশোরী তার পরিবারকে জানালে রাতেই অভয়ের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে অভয়কে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।