অপোর নতুন ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ March 11, 2018 1,262
অপোর নতুন ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

নতুন সেলফি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো। মডেল এফ সেভেন। সম্প্রতি এই ফোনটি টিজার অপো তাদের টুইটার পেজে প্রকাশ করেছে। টিজার অনুযায়ী এফ সেভেনকে আরো আকর্ষণীয় করে তৈরি ডিজাইন করা হয়েছে।


অপোর নতুন এই ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। স্ক্রিন টু বশি রেশিও ৯৮.০৯%।


এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সেলফি এক্সপার্ট হিসেবে ফোনটি দুর্দান্ত। সেলফির জন্য এতে আর্টিফিয়াল ইন্টেলেজেন্সি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে এইচডিআর, বিউটি মোড এবং এআর স্টিকার।


ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এর বাদবাকি কনফিগারেশন এবং দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।