বেনামাজি গরিবরা ধনীর আগে বেহেশতে যাবে?

ইসলামিক শিক্ষা March 9, 2018 2,465
বেনামাজি গরিবরা ধনীর আগে বেহেশতে যাবে?

প্রশ্ন : ধনী ব্যক্তির পাঁচশ বছর আগে গরিবরা বেহেশতে যাবে, এই কথাটি আমরা বিভিন্ন ওয়াজে, বিভিন্ন জায়গায় শুনে থাকি। কিন্তু কিছু গরিব আছে, যাদের রোজা, নামাজ, অজু, গোসল কোনোটারই ঠিক নেই। তারা অনেক অন্যায় কাজে লিপ্ত থাকে। তাহলে এই গরিবরা কীভাবে বেহেশতে যায়?


উত্তর : আপনি যে হাদিসের কথা বলেছেন, সেটি সঠিক। গরিবরা ধনীদের পাঁচশ বছর আগে বেহেশতে যাবে। কিন্তু ধনী ও গরিব বলতে কাদের বোঝানো হয়েছে, সেটি আগে জানতে হবে। এখানে ওই ধনী ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যার ইমান, আখলাক, আমল সম্পূর্ণরূপে আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহর কাছে সেই ব্যক্তি পছন্দনীয়। গরিব ব্যক্তি বলতে তাঁকে বোঝানো হয়েছে, যার ইমান, আখলাক, আমল সবটাই আল্লাহতায়ালার কাছে পছন্দনীয়।


এ দুইয়ের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে, ধনী ব্যক্তির কাছে সম্পদ অনেক বেশি, সম্পদের হক কিন্তু সে আদায় করেছে এবং গরিব বা ফকির ব্যক্তির কাছে সম্পদ নেই। সম্পদ না থাকার কারণে গরিব ব্যক্তির হিসাব-নিকাশটা কম হবে, সংক্ষিপ্ত হবে, সে তাড়াতাড়ি যেতে পারবে এবং ধনী ব্যক্তির সম্পদের হিসাব অবশ্যই দিতে হবে, তাই তার যেতে দেরি হবে।


দরিদ্র ব্যক্তির প্রশ্নপত্রে প্রশ্নের সংখ্যা কম, তাই সে দ্রুত চলে যাবেন এবং ধনী ব্যক্তির প্রশ্নপত্রে প্রশ্নের সংখ্যা বেশি, সময় বেশি লাগবে, তাই তার যেতে দেরি হবে। এটি হচ্ছে যুক্তির বক্তব্য। কিন্তু ধনী-গরিব উভয়কেই আল্লাহর কাছে পছন্দনীয় হতে হবে। আপনি যেটা বলছেন, তার সঙ্গে এই ধনী-গরিবের জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন