![বিশ্বকাপ শেষে পাঁচ সমস্যা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7765222865aba54a2e22deac2ef42606.jpg&w=144&h=96)
![একজন অসাধু পরীক্ষার্থীর সাক্ষাৎকার](https://bdup24.com/media/2018/03/janabd-be0b07bc63166b3d463469128cce721d.jpg)
প্রশ্ন : কেমন আছেন আপনি?
পরীক্ষার্থী : জি, ভাইয়া; আপনাদের দোয়ায় অনেক ভালো।
প্রশ্ন : তা পরীক্ষার পড়া রেখে সাক্ষাৎকার দিতে এলেন, পড়ালেখার ক্ষতি হচ্ছে না?
পরীক্ষার্থী : আরে না! এতক্ষণ তো বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম।
প্রশ্ন : তা আপনার প্রিপারেশন কেমন?
পরীক্ষার্থী : অনেক ভালো, ভাইয়া।
প্রশ্ন : মানে কোনো সাবজেক্টে সমস্যা নেই?
পরীক্ষার্থী : আমি তো তা বলিনি। বলেছি, প্রশ্ন কিনতে হবে তো, তার প্রিপারেশন ভালো। সব টাকা-পয়সা জোগাড় হয়ে গেছে।
প্রশ্ন : ওহ্, আচ্ছা। তা আপনি কি শুধু প্রশ্ন কেনেন? বন্ধুবান্ধবের কাছে তা আবার বিক্রি করে টুপাইস ইনকাম করেন না?
পরীক্ষার্থী : আপনারা তো সবই জানেন, ভাইয়া। তাহলে কেন যে শুধু শুধু লজ্জা দেন!
প্রশ্ন : লজ্জা দেওয়ার জন্য দুঃখিত, আর লজ্জা আছে জেনে আনন্দিত হলাম।
পরীক্ষার্থী : তবে এখনো অল্প একটু প্রিপারেশন বাকি।
প্রশ্ন : সেটা কী?
পরীক্ষার্থী : আমার মোবাইল ফোনের স্ক্রিনটায় একটু প্রবলেম। এইটা সারাতে হবে; নইলে পরীক্ষার আগের রাতে কী বিপদ হবে ভেবে দেখেছেন!
প্রশ্ন : হুম, একেবারে মহাবিপদ! তা আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট কী ছিল?
পরীক্ষার্থী : ভাইয়া, আই অ্যাম জিপিএ ৫ বয়। আমার পিএসসি, জেএসসি, এসএসসি—সব কিছুতেই গোল্ডেন এ+ ছিল। আগেই প্রশ্ন পেয়েছিলাম কি না...হে হে হে...।
প্রশ্ন : বাহ্! আপনি দেখি রীতিমতো হ্যাটট্রিক করে বসে আছেন।
পরীক্ষার্থী : আবারও লজ্জা দিচ্ছেন, ভাইয়া।
প্রশ্ন : আচ্ছা, আপনাকে আর লজ্জা দেব না। ভালো থাকবেন।
পরীক্ষার্থী : আপনিও ভালো থাকবেন। ওহ্, লেখাটা পেপারে কবে আসবে, ভাইয়া?
প্রশ্ন : এই তো, সামনের মঙ্গলবার।
পরীক্ষার্থী : তার আগে একবার দেখার সুযোগ নেই?
প্রশ্ন : একদম না। সাক্ষাৎকার ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই।
তথ্যসূত্রঃ কালের কন্ঠ
![বিশ্বকাপ শেষে পাঁচ সমস্যা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7765222865aba54a2e22deac2ef42606.jpg&w=144&h=96)
![যে কারণে মেসি, রোনালদো, নেইমার বিশ্বকাপের সেরা একাদশে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7fcdf08328377999dd2b51b924490364.jpg&w=144&h=96)
![ফুটবলের এই সাক্ষাৎকার না পড়লে জীবন বৃথা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-1d86f9bc16adda5618ee040cbb860951.jpg&w=144&h=96)
![বিশ্বকাপের সেই আড্ডাটা আজ আর নেই](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-e6cf5cf38b21b845e05edc33689f8d70.jpg&w=144&h=96)
![মাঠে নামার আগে পগবা যা বললেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-6498fece50ede60a446812e25f080c7d.jpg&w=144&h=96)
![বাংলাদেশিরা কেন ক্রোয়েশিয়া সমর্থন করে? : হ্যারি কেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-28f3924d1c130b337375d77e15538d48.jpg&w=144&h=96)
![হিরো আলমকে টপকে যাব : নেইমার](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-76bf387947ecd97560e5095ba4806045.jpg&w=144&h=96)
![মজার ধাঁধা সমগ্র - ১০৫তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-0846e37d7c994c87aa8b4cfcf327c3b8.jpg&w=144&h=96)
![আজকের বাণী : ২৮ নভেম্বর, ২০১৮](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-92914b863caab3084c5cf0cb02e72b11.jpg&w=144&h=96)
![মজার ধাঁধা সমগ্র - ১০৪তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-5899ced5a5635c96e464698715a70499.jpg&w=144&h=96)