এলজির সাশ্রয়ী দামের ফোন

মোবাইল ফোন রিভিউ March 6, 2018 2,044
এলজির সাশ্রয়ী দামের ফোন

মিড রেঞ্জের নতুন একটি ফোন আনলো এলজি। মডেল এলজি এক্স ফোর। ফোনটির মূল্য ২৭৫ ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২২ হাজার ৮০৩ টাকা।


ফোনটিতে আছে ৫.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর।


২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


ছবির জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে এলজির পেমেন্ট সিস্টেম এলজি পে সমর্থন করে।


কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই। ব্যাকআপের জন্য রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।ফোনটি কালো ও সোনালি রঙে পাওয়া যাবে।