![জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান](https://bdup24.com/thumb.php?src=media/2022/01/bdup24-8699d52794130c2be15c218944bb8573.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ১৫৪তম পর্ব](https://bdup24.com/media/2018/03/janabd-5b8752476423c505f01354a3163a8686.jpg)
১. প্রশ্ন : তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
২. প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
উত্তর : ৬০ জন।
৩. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উত্তর : কোনাবাড়ী।
৪. প্রশ্ন : বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তর : বগুড়া।
৫. প্রশ্ন : ‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
উত্তর : ডাক ও টেলিযোগাযোগ।
৬. প্রশ্ন : ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
উত্তর : মিয়ানমার।
৭. প্রশ্ন : মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
উত্তর : ১ জুলাই ১৯৯১।
৮. প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
উত্তর : বিশ্ব ব্যাংক।
৯. প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তর : মিজোরাম।
১০. প্রশ্ন : ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উত্তর : ২০০০ সালে।
১১. প্রশ্ন : জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : বেলগ্রেড।
১২. প্রশ্ন : পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
১৩. প্রশ্ন : কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?
উত্তর : মার্গারেট থ্যাচার।
১৪. প্রশ্ন : আবু গারিব বলতে কী বুঝায়?
উত্তর : একটি জেলখানা।
১৫. প্রশ্ন : বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
উত্তর : পেলে।
১৬. প্রশ্ন : রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?
উত্তর : ইয়াসির আরাফাত।
১৭. প্রশ্ন : ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : হ্যান্স ব্লিক্স।
১৮. প্রশ্ন : এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর : ৭জন।
১৯. প্রশ্ন : ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সাময়িক অভিযান শুরু হয়?
উত্তর : ২০০৩ সালের ২০ মার্চ।
২০. প্রশ্ন : ইন্টারপোল সংস্থার সদর দফতর কোথায়?
উত্তর : লিঁয়ো।
![জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান](https://bdup24.com/thumb.php?src=media/2022/01/bdup24-8699d52794130c2be15c218944bb8573.jpg&w=144&h=96)
![পদ্মা কেন নদী? ব্রহ্মপুত্র কেন নদ?](https://bdup24.com/thumb.php?src=media/2018/12/janabd-11aa628a9142189e3b2cb56587518b49.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৯তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-c3816be35cb06bcfa79ce52456e91f81.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৮তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-9c7665e03d528d1838f10c9c837e36e9.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৭তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-c9b5df2aa1b48f5d0d7f6b8b635be242.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৬তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-046dd69e7a537723f33b37df7125f4bc.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৫তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-003fd16c0dee24a11adf0b47d6120f3d.jpg&w=144&h=96)
![বিমানে টয়লেট করার পর তা কোথায় যায় জানেন কি?](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-8b5952c4c458610bd2291558eb0e342a.jpg&w=144&h=96)
![বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা হচ্ছে আমাদের দুই চোখ, কত মেগাপিক্সেল জানেন?](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-95dd3a77fd416d63afabb15d0eceeeb1.jpg&w=144&h=96)
![অবাক করা তথ্য, প্রতি লিটারে উড়োজাহাজ কতদূরে যায়](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-5b356ba85608c7d29ee64f47abd80daf.jpg&w=144&h=96)