এই প্রথম এলো কর্কশিটের ফোন

মোবাইল ফোন রিভিউ March 4, 2018 1,758
এই প্রথম এলো কর্কশিটের ফোন

এই প্রথম কর্কশিট দিয়ে ফোন তৈরি হলো। ফোনটি তৈরি করেছে আইকিমোবাইল নামের একটি প্রতিষ্ঠান। মডেল আইকিমোবাইল ব্লেসপ্লাস।


২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮। তথ্যপ্রযুক্তির এই প্রদর্শনীতে কর্কশিটের তৈরি এই ফোনটি প্রদর্শন করা হয়।


আইকিমোবাইল দাবি করছে ব্লেসপ্লাস মডেলের ফোনটি ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি। এটি তৈরিতে কোনো কার্বন নির্গমন হয়নি। প্রকৃতিরও কোনো ক্ষতি হয়নি।


ফোনটি পর্তুগালের বাজারে পাওয়া যাচ্ছে। সেদেশেই আইকিমোবাইলের কারখানা।


ফোনটির ব্যাকপ্যানেলে কর্কশিট ব্যবহার করা হয়েছে। যা ফোনটিকে ইউনিক করেছে। কর্কশিট কাঠের টেক্সারে ডিজাইন করা হয়েছে। ফলে ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়।


এর আগে আইকিমোবাইল কেএফ ফাইভ ব্লেস কর্ক এডিশনের ফোন আনে। একবছর পর আরেকটি কর্কশিটের ফোন আনলো।


ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে তাদের কর্কশিটের তৈরি এই মোবাইলটি হিমাঙ্কের নিয়ে ১২০ থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি অক্ষত থাকবে।


ফোনটিতে কর্কশিট প্যানেলে সংযোজন করা হয়েছে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। বেজেললেস ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস প্রটেকশন।


এতে আছে মিডিয়াটেক হেলিও পি২০ চিপসেট এবং ৬ জিবি র‌্যাম। স্টোরেজ ৬৪ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।


ব্যাকআপের জন্য আছে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।


ছবির জন্য ফোনটিতে রয়েছে দুইটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।


অ্যানড্রয়েড ফোনটির মূল্য ৩৫৯.৯৯ ইউরো।