কম দামের স্মার্টফোন আনলো নকিয়া

মোবাইল ফোন রিভিউ February 28, 2018 2,261
কম দামের স্মার্টফোন আনলো নকিয়া

কম দামের একটি স্মার্টফোন আনলো এইচএমডি গ্লোবালের মালিনাধীন প্রতিষ্ঠান নকিয়া। ফোনটির মডেল নকিয়া ওয়ান। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়ার এই ফোনটি প্রদর্শন করা হয়। এর মূল্য মাত্র ৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম ৭ হাজার ৫৯ টাকা।


নকিয়া ওয়ান অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত। এতে রিমুভেবল এক্সপ্রেস অন কভার রয়েছে। লো এন্ডের এই ফোনটিতে ৫১২ র‌্যাম এবং ১ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এর স্টোরেজ ৮ জিবি।


ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৮৫৪x৪৮০ পিক্সেল। এতে ৫ মেগাপিক্সেলের বেসিক ক্যামেরা সংযোজন করা হয়েছে। সেলফির জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনটি নকিয়ার সবচেয়ে এন্ট্রি লেভেলের অ্যানড্রয়েড ফোন।