কম দামে নকিয়ার ফোরজি ফোল্ডিং ফোন

মোবাইল ফোন রিভিউ February 27, 2018 3,120
কম দামে নকিয়ার ফোরজি ফোল্ডিং ফোন

নতুন একটি ফোরজি ফোল্ডিং ফোন আনলো নকিয়া। মডেল নকিয়া ৮১১০ ফোরজি। গুগলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নকিয়া নতুন ফোনটি অবমুক্ত করলো।


নতুন নকিয়া ফোনটিতে ফিচার ওএস চালিত। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি রম রয়েছে।


সিঙ্গেল সিমের এই ফোনটিতে ছবির জন্য আছে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ, ওয়াইফাই, থ্রিজি, ফোরজি।


নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল দাবি করছে তাদের নতুন এই ফোনটিতে একটানা ২৪ ঘণ্টা কথা বলা যাবে।


ফোনটি কালো এবং হলুদ রঙ-এ মিলবে। এর দাম ৮ হাজার টাকা।