সাধারন জ্ঞানের আসর - ১৫১তম পর্ব

সাধারণ জ্ঞান February 26, 2018 1,615
সাধারন জ্ঞানের আসর - ১৫১তম পর্ব

১১। ‘মাশরাফি’ নামক বইটির লেখক কে?


➫ দেবব্রত মুখোপাধ্যায়।


১২। পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কবে, কোথায় অনুষ্ঠিত হবে?


➫ ২০১৯ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে।


১৩। সম্প্রতি এশিয়ার বৃহত্তম কারাগার চালু হয়েছে কোথায়?


➫ ঢাকার কেরানীগঞ্জে।


১৪। ভাষা আন্দোলন জাদুঘর কোথায়?


➫ বাংলা একাডেমিতে।


১৫। দেশে বর্তমানে কয়টি বিভাগ আছে?


➫ আটটি। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ।


১৬। বড় বিভাগ কোনটি?


➫ আয়তনে বড় চট্টগ্রাম, জনসংখ্যায় বড় ঢাকা।


১৭। দেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?


➫ যশোর।


১৮। রেশমগুটি উৎপাদনের জন্য পরিচিত কোন জেলা?


➫ রাজশাহী।


১৯। দেশে বর্তমানে কতটি নদীবন্দর রয়েছে?


➫ ২২টি।


২০। দেশের প্রথম জেলা বাজেট হয় কোন জেলার জন্য?


➫ টাঙ্গাইল।