বিশ্বকে তাক লাগিয়ে দিতে নতুন দুই ফোন আনলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এগুলো হলো হুয়াওয়ে পি ২০ এবং পি ২০ প্লাস। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোন দুইটি প্রদর্শন করবে হুয়াওয়ে। ২৭ মার্চ এক ইভেন্টের মাধ্যমে ফোন দুইটি প্রদর্শন, বিক্রি ও এর দাম ঘোষণা করা হবে।
সম্প্রতি হুয়াওয়ের নতুন এই ফ্লাগশিপ ফোন দুইটির তথ্য ও ছবি বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে বেজেল লেস ডিজাইনে তৈরি ফোন দুইটির ছবি। ফোন দুইটির আরেক বৈশিষ্ট্য হচ্ছে এতে তিনটি রিয়ার ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।
পি ২০ এবং পি ২০ প্লাস ছাড়াও হুয়াওয়ে পি ২০ সিরিজে আরেকটি ফোন আনবে। এটি হলো পি ২০ প্রো। এই ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৭০ চিপসেট ব্যবহার করা হবে।
ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ১২৮ ও ২৫৬ জিবি ভিন্ন ভিন্ন স্টোরেজের ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হচ্ছে।