সাধারন জ্ঞানের আসর - ১৫০তম পর্ব

সাধারণ জ্ঞান February 24, 2018 2,348
সাধারন জ্ঞানের আসর - ১৫০তম পর্ব

১। চিকুনগুনিয়া জ্বর কোন প্রকারের রোগ?


➫ ভাইরাসজনিত রোগ (এডিশ মশার কামড়ে এ রোগ ছড়ায়)।


২। টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর, খরচার হাওর কোথায় অবস্থিত?


➫ সুনামগঞ্জে।


৩। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন কত?


➫ ৬,০১৭ বর্গকিলোমিটার (মোট আয়তনের ৬২ শতাংশ)।


৪। রামপাল বিদ্যুেকন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত?


➫ ১৩২০ মেগাওয়াট।


৫। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?


➫ চার বছর।


৬। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?


➫ চীন।


৭। মিয়ানমার কত সালে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?


➫ ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে।


৮। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?


➫ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।


৯। পরবর্তী বিশ্বকাপ ফুটবল খেলা কোন দেশে অনুষ্ঠিত হবে?


➫ রাশিয়ায় (২০১৮ সালে বসবে ২১তম আসর)।


১০। ওয়ানডে ক্রিকেটে এ যাবৎ মোট কতজন বাংলাদেশি বোলার হ্যাটট্রিক করেছেন?


➫ পাঁচজন।