শাওমির ৮ জিবি র‌্যামের গেমিং ফোন

মোবাইল ফোন রিভিউ February 22, 2018 1,072
শাওমির ৮ জিবি র‌্যামের গেমিং ফোন

শাওমির ৮ জিবি র‌্যামের একটি ফোনের তথ্য ফাঁস হয়েছে। এই ফোনটির কোডনেম ব্ল্যাকশার্ক। সম্প্রতি আনতুতু বেঞ্চ মার্কে এই ফোনটি তালিকাভূক্ত হয়েছে।


আনতুতু বেঞ্চ মার্কে তথ্য অনুযায়ী, ব্ল্যাকশার্ক ফোনটিতে ৮ জিবি র‌্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট এবং ফুল এইচডি ডিসপ্লে থাকছে।


শাওমির নতুন এই ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকছে।


চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর বরাত দিয়ে জানা যায়, ব্ল্যাকশার্ক হবে শাওমির গেমিং ফোন। সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকশার্ক টেকনোলজি ইনকরপোরেটেড কিনে নেয় শাওমি।