নতুন গ্যালাক্সি ট্যাব আনছে স্যামসাং। এটি ১০.৫ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব এস ফোর। সম্প্রতি এই ট্যাবটির কনফিগারেশন প্রকাশ পেয়েছে।
বড় ডিসপ্লের পাশাপাশি এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
বেঞ্জমার্ক লিস্টিংয়ে তালিকাভূক্ত হওয়া এই ট্যাবটির মডেল এসএম-টি৮৩৫।
জিএফএক্সবেঞ্জ অনুযায়ী স্যামসাংয়ে নতুন ট্যাবটিতে ১০.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x ১৬০০ পিক্সেল।
২.৩ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনটিতে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সংযোজন করা হয়েছে।
ট্যাবটির অন্যান্য কনফিগারেশনের মধ্যে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম।
ছবির জন্য আছে ১২/৮ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বো।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ট্যাবটি শিগগিরই বাজারে পাওয়া যাবে।