ফোন, ভিডিও কল কিংবা শুধুমাত্র চ্যাটের জন্য নয়। গেম খেলা থেকে শুরু করে সিক্রেট চ্যাট। মেসেঞ্জারে করতে পারবেন এমন অনেক কিছুই। জেন নিন ফেসবুক মেসেঞ্জারের এমন কিছু ভিন্ন ব্যবহার।
কোনও বিপদে পড়লে পরিচিতদের মধ্যে কিংবা বন্ধুদের মধ্যে আপনার লোকেশনও শেয়ার করতে পারবেন মেসেঞ্জারে।
যদি চান, প্রতিটি কথোপথনের রঙ পালটাতে পারবেন। কোনও নির্দিষ্ট কথোপকথন চিহ্নিত করতে আপনারই সুবিধা হবে।
অনলাইনে গেম খেলতে ‘প্লে স্টোর’ থেকে আর নতুন কোনও অ্যাপ ডাউনলোড না করলেও চলবে। মেসেঞ্জারেও গেমের জন্য আলাদা অপশন পাবেন, সেই গেমগুলি আপনি অনলাইনে বন্ধুদের সঙ্গে খেলতে পারবেন।
সিক্রেট চ্যাট করতে পারেন মেসেঞ্জারে। যদি কেউ আপনার মোবাইল চেক করে, তা হলে কিন্তু সহজে হদিশ পাবে না এই সিক্রেট চ্যাটের। তবে এই চ্যাটের কথোপকথনের রঙ আপনি পালটাতে পারবেন না।
শুধু ভিডিও কল নয়, চাইলে ভয়েস মেসেজ পাঠাতে পারেন মেসেঞ্জারে। মেসেঞ্জারের আপডেটেড ভার্সনে টাইপিংয়ের জায়গার পরেই ভয়েস পাঠানোর অপশন খুঁজে পাবেন।
@fbchess টাইপ করুন, কোনও বন্ধুর সঙ্গে দাবাও খেলতে পারেন।
মেসেঞ্জারে শেষ আপডেটেড ভার্সনে আপনি ফটো এডিটও করতে পারবেন। সেই ফটো শেয়ার করতে পারবেন ফেসবুক প্রোফাইলে।
চাইলে ফেসবুকে ‘লগ ইন’ না করেও মেসেঞ্জার অ্যাক্টিভ রেখে চ্যাট করতে পারবেন।