দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ফোরজি স্মার্টফোন উন্মোচন করেছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি উই। রোববার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের সাথে ‘উই টি১’ মডেলের হ্যান্ডসেটটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিটিআরসির মহাপরিচালক স্পেকট্রাম ম্যানেজমেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।
৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই হ্যান্ডসেটের সঙ্গে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস। ব্যাকআপের জন্য রয়েছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ১ জিবি র্যামের এই ফোনটিতে ১.৩ গিগাহার্জের এমটিকে ৬৭৩৭ প্রসেসর রয়েছে। স্টোরেজের জন্য এতে ৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা আছে। ফোনটি কিনলে গ্রাহকরা উইর ৫০ জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
আকর্ষণীয় প্যাকেজিংয়ে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ টাকা। হ্যান্ডসেটটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা এবং ১৫ দিনের আর্লি লাইফ ফেইলর সুবিধা পাওয়া যাবে।