প্রশ্ন : আকিকার সময় অনেকে খুশি হয়ে অনেক কিছু দেয়, সেটি কি জায়েজ?
উত্তর : আকিকার বিধান হচ্ছে, রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘জন্মের সপ্তম তারিখে, সপ্তম দিনে আকিকা করবেন’। এটিই হচ্ছে সুন্নাহ।
আকিকার সময় যদি আপনি লোকজনদের দাওয়াত দেন এবং লোকেরা যদি আসে, খাওয়া দাওয়া করে এবং ছোট শিশুকে যদি উপহার দেয়, এটি নাজায়েজ হওয়ার কোনো কারণই নেই।
বরং এটি খুব সুন্দর একটি কাজ। ইসলামে উপহার দেওয়ার প্রচলনও রয়েছে। এটি সৌহার্দ্য, ভালোবাসা, আন্তরিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। এটি আমাদের সংস্কৃতির একটি অঙ্গ হতে পারে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন