![বিমানে টয়লেট করার পর তা কোথায় যায় জানেন কি?](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-8b5952c4c458610bd2291558eb0e342a.jpg&w=144&h=96)
![মার্কিনীদের বন্দুকপ্রেম নিয়ে ৮টি তাক লাগানো তথ্য](https://bdup24.com/media/2018/02/janabd-58e9910d181e04bac17cce04915bc26d.jpg)
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে সাধারণ মানুষ নিহত হওয়া প্রতিদিনের ঘটনা। বুধবারও দেশটিতে এক কিশোরের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এমন গোলাগুলির ঘটনা নিয়ে কয়েকটি তাক লাগানো তথ্য তুলে ধরা হলো-
১. যুক্তরাষ্ট্রে গড়ে দিনে একটি গোলাগুলির ঘটনা ঘটে যাতে এক বা একাধিকজন নিহত হন। দেশটিতে ঘটা এমন ঘটনার হিসাব রাখতে একটি সতন্ত্র প্রতিষ্ঠানই আছে, যার নাম ‘গান ভায়োলেন্স আর্কাইভ’। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৭ সালে এলোপাতাড়ি গুলিতে (Mass Shooting) ৩৪৬ জন নিহত হন। ২০১৬ সালে এই সংখ্যা ৪৩২, এবং ২০১৫ তে এটি ছিল ৩৬৯।
২. সাধারণ এলোপাতাড়ি গোলাগুলির (Mass Shooting) এর থেকে ‘বড় ধরনের এলোপাতাড়ি গুলি’ (Major Mass Shooting) কে আলাদা করে দেখা হয়। কোনো ঘটনায় চারজনের বেশি লোক নিহত হলে সেই ঘটনাকে ‘মেজর ম্যাস শুটিং’ বলা হয়। ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গড়ে প্রতি ৭২ দিনের ব্যবধানে একটি বড় ধরনের এলোপাড়াতি গুলির ঘটনা ঘটে। ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত এই ব্যবধান ছিল ১৬২ দিন। অর্থাৎ, দিন দিন এমন ঘটনার হার বেড়েই চলেছে। গত বছরের অক্টোবর মাসে লাস ভেগাসে বন্দুক হামলায় নিহত ৫৮ জনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে
৩. একই দিনে একাধিক স্থানে এলোপাতাড়ির গোলাগুলির ঘটনায় হত্যার ঘটনাও ঘটছে। গত বছরের অক্টোবরে একই দিনে মান্দালা উপকূলে এবং কানসাস বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় ৬২ জন নিহত হন।
৪. গোলাগুলির কোনো বড় ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে ‘অস্ত্র নিয়ন্ত্রণ’ এর দাবি উঠলেও আশ্চর্যজনকভাবে বেড়ে যায় অস্ত্র বিক্রি! উদাহরণ স্বরূপ বলা যায়, ২০১৫ সালের ডিসেম্বর মাসের কথা। আগের মাস নভেম্বরে সান বার্নান্দিনোতে হামলায় ১৪ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে ওবামা প্রশাসন অস্ত্র আইনে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয়। কিন্তু ডিসেম্বর মাসে দেখা যায় ব্যক্তিগত অস্ত্র কেনার হিড়িক পড়েছে মার্কিনীদের মধ্যে। নিউইয়র্ক টাইমস বলছে, নতুন হামলায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই অস্ত্র কেনায় আগ্রহী হন সাধারণ মানুষ।
৫. দেশটিতে ৩২ কোটি মানুষের হাতে ২৯ কোটি অস্ত্র রয়েছে। ২০০৭ সালের এক হিসাব মতে, যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে ২৫ থেকে ২৯ কোটি অস্ত্র রয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা ৩২ কোটির একটু বেশি।
৬. সাধারণ মানুষের অস্ত্রের বৈধ মালিকানার দিক যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর। দেশটির শতকরা ৯০ শতাংশ মানুষের বৈধভাবে ব্যক্তিগত অস্ত্র রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র আছে ইয়েমেনের মানুষের হাতে। দেশটির শতকরা ৫৫ শতাংশ মানুষের ব্যক্তিগত বন্দুক রয়েছে।
৭. ম্যাস শুটিং বা এলোপাতাড়ি গুলি নিয়ে এত তথ্য দিলেও যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহতের সংখ্যার খুবই নগন্য অংশ এ ধরনের ঘটনায় হয়ে থাকে। ২০০১ সাল থেকে ২০১৩ পর্যন্ত ১৩ বছরে দেশটিতে গুলিতে নিহতের সংখ্যা চার লাখ ছয় হাজার ৪৯৬ জন। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এই তথ্য দিয়েছে। এর মধ্যে দুই লাখ ৩৭ হাজার ৫২ জন নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন! অর্থাৎ, গুলিতে নিহতের ধরনের মধ্যে আত্মহত্যাই সর্বোচ্চ সংখ্যক। এক লাখ ৫৩ হাজার ১৪৪ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া সাড়ে আট হাজার জন দুর্ঘটনায় গুলিতে নিহত হয়েছেন। পুলিশ গুলি করে হত্যা করেছে চার হাজার ৭৭৮ জন।
৮. অস্ত্র নিয়ন্ত্রণের দিক থেকে মার্কিনীরা পুরোপুরি দ্বিধাবিভক্ত। ২০১৭ সালের এপ্রিল মাসের এক জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ মার্কিনী নিজেদের হাতে বন্দুক রাখার পক্ষে। আর ৫১ শতাংশ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে। আগের দশক থেকে ব্যক্তিগত অস্ত্র রাখার পক্ষে জনমত বাড়ছে। ১৯৯৯ সালে ৬৫ শতাংশ লোক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছিলেন।
সূত্রঃ অনলাইন
![বিমানে টয়লেট করার পর তা কোথায় যায় জানেন কি?](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-8b5952c4c458610bd2291558eb0e342a.jpg&w=144&h=96)
![বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা হচ্ছে আমাদের দুই চোখ, কত মেগাপিক্সেল জানেন?](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-95dd3a77fd416d63afabb15d0eceeeb1.jpg&w=144&h=96)
![অবাক করা তথ্য, প্রতি লিটারে উড়োজাহাজ কতদূরে যায়](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-5b356ba85608c7d29ee64f47abd80daf.jpg&w=144&h=96)
![টাইটানিক সম্পর্কে ১৬টি তথ্য, যা অবাক করবে আপনাদের](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-fb9d57756d9e20bbb92bec513da68884.jpg&w=144&h=96)
![জেনে নিন বিভিন্ন দেশের যৌনতার কিছু অদ্ভুত আইন সম্পর্কে](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-cb1ff3a993b6d96808c89ef43afdb8a1.jpg&w=144&h=96)
![ফরমালিন মেশানো যায় না যেসব ফলে](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-5a58eebb09702f888abeccdba79546a6.jpg&w=144&h=96)
![যেসব দেশ মেয়েদের জন্য সবচেয়ে অনিরাপদ](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-1d450e4c9e00c53fc03d93b79e059275.jpg&w=144&h=96)
![জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান](https://bdup24.com/thumb.php?src=media/2022/01/bdup24-8699d52794130c2be15c218944bb8573.jpg&w=144&h=96)
![পদ্মা কেন নদী? ব্রহ্মপুত্র কেন নদ?](https://bdup24.com/thumb.php?src=media/2018/12/janabd-11aa628a9142189e3b2cb56587518b49.jpg&w=144&h=96)
![সাধারন জ্ঞানের আসর - ২১৯তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-c3816be35cb06bcfa79ce52456e91f81.jpg&w=144&h=96)