প্রশ্ন : জিন আর শয়তান কি একই, এদের কি মৃত্যু হয়?
উত্তর : হ্যাঁ, জিন ও শয়তান একই জাতি বা একই ধরনের সৃষ্টি। আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন, ‘শয়তান মূলত জিন জাতির মধ্যে অন্তর্ভুক্ত।’
জিন জাতির মধ্যে শয়তান থাকে, তবে সব জিনই শয়তান নয় এবং মানুষের জন্য যেমন মৃত্যু অবধারিত একটি বিষয়, অনুরূপভাবে জিন ও শয়তানদের জন্যও অবধারিত একটি বিষয়।
শুধু ইবলিশকে আল্লাহু সুবহানাহুতায়ালা একেবারে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অবকাশপ্রাপ্ত।
মানবজাতির মধ্যে যেমন ভালো-মন্দ আছে, তেমনি জিনদের মধ্যেও ইমানদার আছে, আবার বেইমানও আছে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন