ত্বকের যত্নে আলু ব্যবহার করবেন কেন?

রূপচর্চা/বিউটি-টিপস February 4, 2018 1,159
ত্বকের যত্নে আলু ব্যবহার করবেন কেন?

আলুর রস ও আলুর পেস্ট ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। আলুতে থাকা ভিটামিন সি, ফাইবার, ভিটামিন বি৬, আয়রন এবং পটাশিয়াম ত্বকের যত্নে অনন্য। জেনে নিন বিস্তারিত।


ত্বকের বলিরেখা দূর করতে আলুর জুড়ি নেই। আলু পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক থাকবে টানটান।


ডার্ক সার্কেল দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে শসার রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চোখের আশেপাশের ত্বকে।


আলুর টুকরা ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এভাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।


আলুর সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট করেও লাগাতে পারেন ত্বকে। সঙ্গে মিশিয়ে নিন সামান্য মধু।


দাগ দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।


টমেটোর রসের সঙ্গে লেবু ও আলুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে দূর হবে রোদে পোড়া দাগ।


তথ্য: বোল্ডস্কাই