

এই প্রথম রোটেটিং ক্যামেরার ফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। ফোনটির মডেল নকিয়া টেন। সম্প্রতি এই ফোনটির ছবি ও কনফিগারেশন ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে নকিয়া টেনে থাকছে রোটেটিং পেন্টার ক্যামেরা সেটাপ। এতে কোয়ালমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হবে।
নকিয়া টেনে থাকছে পাঁচটি লেন্স থাকছে। এগুলো মডিউলার লেন্স। সম্প্রতি বেইদুতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবদন বলছে নকিয়া টেন হবে নকিয়া লুমিয়া ১০২০ আদলে তৈরি। এই ফোনের লেন্স সরবরাহ করবে জার্মানির লেন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান জেইস। এতে মিনিয়েচার জুম লেন্স ক্যামেরা সংযোজন করা হবে।
ফোনটিতে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে ব্যবহার করা হবে। এর ফ্রন্ট ও রিয়ারে থাকবে থ্রিডি গ্লাস। ফোনটিতে ওয়ারলেস চার্জিং টেকনোলজিও থাকছে।
রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরা কেন্দ্রীক এই ফোনটি ২০১৮ সালে বার্লিনে অনুষ্ঠিত আএফএ-তে প্রদর্শন করা হতে পারে। এর প্রত্যাশিত মূল্য হতে পারে ৮০০ ডলার।









