পানি ঢুকলেই সব সময় স্মার্টফোন নষ্ট হয় না। এ জন্য পানিতে স্মার্টফোন পড়ে গেলে বা পানি ঢুকলে প্রথমেই স্মার্টফোনটির ব্যাটারি খোলার পাশাপাশি সিম কার্ডটিও খুলতে হবে।
এবার ভালোভাবে পানি শুষে নিতে সক্ষম কাপড় দিয়ে সব যন্ত্রাংশ মুছতে হবে, সম্ভব হলে কেসিং খুলে পানি মোছার চেষ্টা করুন। পুরোপুরি পানি শুকানোর পর ব্যাটারি সংযোগ দিয়ে স্মার্টফোন চালু করতে হবে।