কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেলফিতে অনন্য অপোর নতুন ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ January 27, 2018 1,271
কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেলফিতে অনন্য অপোর নতুন ফোন বাজারে

স্মার্টফোন ব্র্যান্ড অপো বাজারে এনেছে এ৮৩ মডেলের নতুন একটি স্মার্টফোন। কৃত্রিম বুদ্ধিমত্তার মিশেলে নতুন এ ফোনে আরও আকর্ষণীয় সেলফি তোলা যাবে বলে দাবি করেছে অপো।


ফোনটিতে থাকছে ৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে টু বডি রেশিও ১৮:৯। বেজেললেস এই ডিসপ্লের রেজ্যুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল।


অক্টাকোর ২.৫ গিগাহার্জ সিপিইউর এ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হ্যালিও পি২৩ চিপসেট। ৩ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট বিল্টইন মেমোরি রয়েছে ফোনটিতে। এছাড়া থাকছে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও।


অপো এ৮৩ স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। উন্নতমানের ছবি নিশ্চিত করতে ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এআই বিউটি রিকগনিশন প্রযুক্তি। এর মাধ্যমে ফোনের ক্যামেরা অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি চূড়ান্ত প্রতিচ্ছবি তৈরি করে।


ফোনটিতে আছে ৩,১৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ ন্যুগাট ভিত্তিক কালার ওএস ৩.২। ফোনটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাবে কালো ও গোল্ডেন কালারের দুটি আলাদা ভ্যারিয়েন্টে।