প্রশ্ন : কেয়ামত নাকি মাগরিবের সময় সংঘটিত হবে? এ কথাটি কি সঠিক? এ জন্য আমাদের এলাকায় মাগরিবের নামাজ আজানের সঙ্গে সঙ্গে শুরু করা হয়, মাঝে দুই রাকাত নামাজের সময় দেওয়া হয় না।
উত্তর : না, মাগরিবের নামাজের সময় কেয়ামত হবে মর্মে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। মাগরিবের আজানের পর দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যেতে পারে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারি হাদিসের মধ্যে এটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন