নতুন বছরের শুরুতেই পরপর ধর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় নারীদের মধ্যে। ধর্ষণের ঘটনায় ভারতের মধ্যে এগিয়ে রয়েছে অবশ্য হারিয়ানা ও উত্তরপ্রদেশ।
সম্প্রতি এক ৩২ বছরের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে।
সেই নারী প্রাতঃক্রিয়া করতে গিয়েছিলেন। সেই সময়ই তাকে গণধর্ষণ করা হয়। গত শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনের কাচুলা গ্রামে। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘক্ষণ সেই নারী বাড়ি ফিরে না আসায় তার পরিবার মহিলাকে খুঁজতে শুরু করে। পরে অচৈতন্য অবস্থায় তাকে ঝোপ থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা পুলিশকে জানায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে।
ইতিমধ্যেই পুলিশ সেই নারীর বয়ান রেকর্ড করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ খোঁজ চালাচ্ছে অভিযুক্তদের।
তথ্যসূত্রঃ বিডি প্রতিদিন