হুয়াওয়ের নতুন ফোনে ‘ফেস আনলক’

মোবাইল ফোন রিভিউ January 20, 2018 1,790
হুয়াওয়ের নতুন ফোনে ‘ফেস আনলক’

চীনের বাজারে ফেস আনলক ফিচার সমৃদ্ধ নতুন ফোন আনলো হুয়াওয়ে। এটি হনর ভিউ টেন ফোন। বৃহস্পতিবার চীনের বাজারে ফোনটি অবমুক্ত করা হলেও ক্রেতারা হাতে পাবেন ২৪ জানুয়ারি।


‘অনর ভিউ ১০’-এর ফেস আনলক ফিচার ব্যবহার করার জন্য আপনাকে ফোন সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে।


‘অনর ভিউ ১০’ ফোনের ফেস আনলক ফিচার ব্যবহার করার জন্য ফোনের সেটিংস মেনুতে গিয়ে ফেস রেকগনিশনে আপনার ফেস রেজিস্টার করতে হবে।


৬ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে ১২৮ জিবি বিল্টইন মেমোরি। ফোনটি ৪০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।