সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?

ইসলামিক শিক্ষা January 20, 2018 4,624
সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?

প্রশ্ন : সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল দিতে হয়? এ রকম কোনো সময়সীমা আছে কি?


উত্তর : না, সহবাসের কতক্ষণ পর গোসল করতে হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। তবে নবী করিম (সা.)-এর আমল এবং সালফে সালেহিনের আমল মতে, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করাটাই হলো সুন্নাহ। এটিই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করা উচিত।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন