এই শীতে সত্যিকার অর্থেই কষ্টে আছেন যাঁরা

মজার সবকিছু January 18, 2018 1,731
এই শীতে সত্যিকার অর্থেই কষ্টে আছেন যাঁরা

• চাটুকার


যাঁরা ঊর্ধ্বতনের সামনে হাত কচলে কচলে চাটুকারিতা করতে পছন্দ করেন, তাঁরা এই শীতে সত্যিই কষ্টে আছেন। শীতের কারণে পকেটে হাত ঢুকিয়ে রাখছেন বলে অনেক পছন্দের এই কাজটি করতে পারছেন না তাঁরা। অভ্যাসবশত যদিও বা হাত দুটি বের করে কচলাকচলি শুরু করে দিচ্ছেন, বেশিক্ষণ চালিয়ে যেতে পারছেন না সেটা। শুধু কথা দিয়ে চাটুকারিতা করে কতটুকুই বা মন ভরে!


• প্রেমিক-প্রেমিকা


গাছের নিচে বসে প্রেমিকার হাত নিজের হাতে নিয়ে কথা বলতে না পারলে প্রেম করার মজা কোথায়! প্রচণ্ড শীতের কারণে অনেক প্রেমিকা বাইরে বেরোনোর ‘ডেট’ বারবার পিছিয়ে দিচ্ছেন। কিছু কিছু জুটি যা-ও বা বেরোচ্ছেন, তাতে প্রেমিকার অবস্থা বেহাল। কুয়াশার কারণে গাছতলা বাদ দিয়ে বসতে হচ্ছে রেস্টুরেন্টে, ফলে প্রেমিকের পকেট গড়ের মাঠ। প্রেমিকার হাত চাদরের তলায় আর প্রেমিকের হাত প্যান্টের পকেটে।


• সাবান কারখানার মালিক


গোপন জরিপের ফল অনুযায়ী বাজারে সাবান ও হ্যান্ডওয়াশ বিক্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। কারণ লোকজন গোসল করা প্রায় ছেড়েই দিয়েছে, আর হাত ধোয়া—সেটার কথা না হয় নাই বললাম। খুব বেশি জরুরি না হলে কেউ পানির ধারে-কাছে যাচ্ছে না।


(এখানে উল্লেখ্য যে টয়লেট টিস্যুর বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে আর পানি খরচ কম হচ্ছে বলে বাড়িওয়ালারা আনন্দে আত্মহারা)