ডেঙ্গু মশার সাক্ষাৎকার! মশা কি বলল ...

মজার সবকিছু January 15, 2018 2,259
ডেঙ্গু মশার সাক্ষাৎকার! মশা কি বলল ...

সাংবাদিক : আপনারা ময়লা পানিতে ডিম পাড়েন কেন?


মশা : ভালো পানিতে ডিম পাড়লে, মানুষ সিদ্ধ করে খেয়ে ফেলতে পারে, তাই।


সাংবাদিক : মশা মারা কয়েলে মশা মরে না কেন?


মশা : মশা মরে গেলে, কয়েল কারখানা বন্ধ হয়ে যাবে, তাই।সংযুক্ত কত লোকের আয় বন্ধ হয়ে যাবে, বলুন।


সাংবাদিক : আপনারা মানুষের কানের কাছে পিনপিন করেন কেন?


মশা : পায়ের কাছে বা অন্য কোথাও করলে শুনতে পায় না, তাই।


সাংবাদিক: শুনেছি, পুরুষ মশারা রক্ত খায় না, তাহলে কি খায় ?


মশা : স্ত্রীর বকা খায়।


সাংবাদিক : মশারা কামড়ালে দেহে ডেঙ্গু জীবাণু প্রবেশ করে কেন?


মশা : মশারা শুধু কি নিয়েই যাবে, কিছু দেবে না? মশারা এমন অকৃতজ্ঞ নয়।