সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব

সাধারণ জ্ঞান January 14, 2018 2,914
সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব

১. প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?

উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।


২. প্রশ্ন : মুখ্য রং কোন তিনটি?

উত্তর : লাল, নীল, সবুজ।


৩. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?

উত্তর : বেগুনি।


৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?

উত্তর : লাল।


৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?

উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।


৬. প্রশ্ন : বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে?

উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।


৭. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?

উত্তর : একই হয়।


৮. প্রশ্ন : সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর : নাইট্রোজেন।


৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?

উত্তর : বিজ্ঞানী ভোল্ট।


১০. প্রশ্ন : শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?

উত্তর : ১.৫ ভোল্ট।