স্পর্শকাতর ত্বকের যত্নে তিন পরামর্শ

রূপচর্চা/বিউটি-টিপস January 13, 2018 1,299
স্পর্শকাতর ত্বকের যত্নে তিন পরামর্শ

স্পর্শকাতর ত্বক ভালো রাখা বেশ কঠিন। আর এ নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন। এই ধরনের ত্বক ভালো রাখতে বেশ মনোযোগী হতে হয়। মেকআপ ব্যবহার বা যেকোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন হওয়ার প্রয়োজন পড়ে।


স্পর্শকাতর ত্বকের যত্নে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।


১. ত্বকের প্রতি মনোযোগী হোন

স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে সবসময় মনোযোগী হওয়া প্রয়োজন। এ ধরনের ত্বক ঠিকমতো পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে হবে। এ ছাড়া প্রসাধনী পণ্য ব্যবহারে সচেতন হতে হবে।


২. সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করুন

স্পর্শকাতর ত্বক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। সামান্য সূর্যের আলোও ত্বককে ক্ষতিগ্রস্ত করে এবং প্রদাহ বাড়ায়।এই সমস্যা সমাধানে সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন।


৩. মেকআপ কম ব্যবহার করুন

বেশি মেকআপ ব্যবহারে স্পর্শকাতর ত্বকের ক্ষতি হয়। তাই খুব বেশি মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন। ত্বকে প্রাকৃতিক উপাদান ব্যবহারের চেষ্টা করুন।