চুল পড়া রোধে নিমপাতা

রূপচর্চা/বিউটি-টিপস January 11, 2018 1,075
চুল পড়া রোধে নিমপাতা

দৈনন্দিন জীবনে চুল পড়া একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানে নিম পাতা বেশ কার‌্যকরী। নিমের প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যাবে।


যেভাবে ব্যবহার করবেন

মধু ও নিমপাতার রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করুন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে চুল হবে ঝলমলে।


এক চা চামচ আমলকির রস, এক চা চামচ নিমপাতার রস, এক চা চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টকদই মিশিয়ে সপ্তাহে ২ দিন চুলে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করুন।


এছাড়া আপনি নিমপাতা ভালো করে বেটে চুলে লাগাতে পারেন। ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে ব্যবহার করুন। চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।