সন্তানকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়?

ইসলামিক শিক্ষা December 25, 2017 3,119
সন্তানকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়?

প্রশ্ন : আমার একটি মেয়েসন্তান আছে। এই বাচ্চাকে আমি কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াতে পারব?


উত্তর : আল্লাহ সুবহানাহু তায়ালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন, ‘মায়েরা তাঁদের সন্তানদেরকে পরিপূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান করাবেন। পরিপূর্ণ দুই বছর দুধ পান করানোই হচ্ছে বিধান। তাই দুই বছর আপনি আপনার মেয়েকে দুধ পান করাতে পারবেন।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন