![যেভাবে বুঝবেন আপনার মোবাইল অফিসিয়াল না আনঅফিসিয়াল](https://bdup24.com/thumb.php?src=media/2020/11/janabd-678cfa711851b3cba0b92e9ac040653f.jpg&w=144&h=96)
![এই পাঁচ উপায়ে স্মার্টফোনের ব্যাটারি থাকবে সবসময় ফুল](https://bdup24.com/media/2017/12/janabd-49571500e425fedb753cc9ea8958e87e.jpg)
স্মার্টফোন বা ল্যাপটপে চার্জ না থাকায় সমস্যার পরেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু মশাই, ফোনে বেশি কথা বললে, ইন্টারনেট ঘাঁটলে চার্জ যে ফুরোবেই। এ তো বিজ্ঞানের নিয়ম, আপনি পাল্টাতে পারবেন না। কিন্তু আপনি যা পারেন তা হল, কয়েকটি সহজ উপায় অবলম্বন করতে। যাতে আপনার ট্যাবলেট-স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ে। নানান তথ্য-প্রযুক্তিমূলক ওয়েবসাইট ঘেঁটে আপনার জন্য আমাদের এই প্রতিবেদন-
তীব্র গরম এড়িয়ে চলুন: ফোনের ব্যাটারির আয়ু অনেকাংশ নির্ভর করে চারপাশে তাপমাত্রার উপর। আপনি যদি ৩৫ ডিগ্রির উপর বা শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রায় থাকেন, তাহলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমবে। তাই টেবিল বা গাড়িতে, সরাসরি রোদ পরছে এমন কোনও জায়গায় ফোন রাখবেন না।
ফুল চার্জ দিন: বারবার করে অল্প চার্জ দেবেন না। একবারে ফুল চার্জ দিন, তারপরেই প্লাগ থেকে ফোনকে ডিসচার্জ করুন। বিশেষজ্ঞরা এও বলছেন, ফোনের চার্জ না ফুরোলে চার্জে বসাবেন না। ৪০-৮০ শতাংশ চার্জ ফোনে থাকা আদর্শ।
চার্জে দেওয়ার পর চার্জার খুলে রাখুন: অনেকসময়ই দেখা যায়, ফোন বা ল্যাপটপ ফুল চার্জড হওয়ার পরও আমরা চার্জার খুলতে ভুলে যাই। এতে ফোন-ল্যাপটপ একদিকে গরম হয়ে যায়, অন্যদিকে লিথিয়ম ব্যাটারির জীবনীশক্তিও ফুরিয়ে আসে।
আলট্রা ফাস্ট চার্জার এড়িয়ে চলুন: বাজারে সস্তার কিছু চার্জার পাওয়া যায় যাদের বলা হয় আলট্রা ফাস্ট চার্জার। সাধারণ চার্জারের থেকে অনেক দ্রুত ফোন চার্জ করতে ব্যবহার করা হয় এটি। এতে কিন্তু ব্যাটারির আয়ু নষ্ট হয়।
নকল চার্জারকে না বলুন: ব্র্যান্ডেড ফোনে সেই ব্র্যান্ডেরই চার্জার ব্যবহার করাটা জরুরি। নইলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।
![যেভাবে বুঝবেন আপনার মোবাইল অফিসিয়াল না আনঅফিসিয়াল](https://bdup24.com/thumb.php?src=media/2020/11/janabd-678cfa711851b3cba0b92e9ac040653f.jpg&w=144&h=96)
![অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বাড়ানোর কিছু উপায়](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-cfb44b5dbf494da78553109dd32622e0.gif&w=144&h=96)
![সহজেই অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাঁচাবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-2832278db23eb2cf6b294c510b7bad77.jpg&w=144&h=96)
![মুঠোফোনের এই গোপন কোডগুলোর কাজ জানেন কি?](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-922f9d89e246084ff05f79284854a712.jpg&w=144&h=96)
![স্মার্টফোনের সঙ্গে যে কাজ কখনও করা উচিত নয়](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-e0679741969383717173a64cf04e0678.jpg&w=144&h=96)
![ফোনের নেটওয়ার্ক সিগন্যাল শক্তিশালী করবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-d29ea3608fa94f6a5fce296f72d8d61c.jpg&w=144&h=96)
![অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কল ব্লক করবেন কীভাবে?](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-a273d1bce8370a8d4599d51d9287d6cb.jpg&w=144&h=96)
![যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-c4e31ce9f5234301af31f265b5714128.jpg&w=144&h=96)
![কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-8e88fe29cb3a403b1a7e55b0bb87650d.jpg&w=144&h=96)
![ফেসবুকের ফেক প্রোফাইল থেকে সাবধান থাকবেন কীভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-74d8f6fc6822b5638a4db5594dfb21f3.jpg&w=144&h=96)