মধ্যম বাজেটে ৪জিবি র‌্যামের সেরা ৬টি স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ December 20, 2017 2,492
মধ্যম বাজেটে ৪জিবি র‌্যামের সেরা ৬টি স্মার্টফোন

২০১৭ সালে মধ্যম বাজাটের মধ্যেই ৪জিবি র‌্যামের বেশ কয়েকটি স্মার্টফোন এসেছে বাজারে। আসুন জেনে নেওয়া যাক এমন স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ৬টি স্মার্টফোন সম্পর্কে।


১. অনার ৭এক্স

এই ফোনটির তিনটি ভ্যারিয়েন্ট আছে। দাম পড়বে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। ফেনটিতে আছে ৫.৯৩ ইঞ্চি এলটিপিএস আইপিএস এলসিডি ১০৮০x২১৬০ পিক্সেলের ডিসপ্লে। অক্টা-কোর (কোয়াডকোরx২.৩৬ গিগাহার্টজ এবং কোয়াডকোরx১.৭গিগাহার্টজ) কর্টেক্স-এ৫৩ হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। ৪জিবি র‌্যাম সাথে ৩২/৬৪/১২৮জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট অপারেটিং সিস্টেম। এর রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরাটি ৮মেগাপিক্সেল। ব্যাটারি ৩৩৪০ এমএএইচ।


২. ভিভো ভি ৭

এই ফোনটির দাম পড়বে ২৫,৯৯০ টাকা। এতে আছে ৫.৭ ইঞ্চির আইপিএস এলসিডি (কর্নিং গরিলা গ্লাস ৪) ৭২০x১৪৪০ পিক্সেল ডিসপ্লে। অক্টাকোর ১.৮ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। ৪জিবি র‌্যাম, সাথে ৩২জিবি স্টোরেজ ক্যাপাসিটি। ফোনটি অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেট অপারেটিং সিস্টেমে চালিত। এর রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল। ব্যাটারি ৩০০০ এমএএইচ।


৩. মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনিফিনিটি

বাংলাদেশে ফোনটির দাম সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভারতে এর দাম মাত্র ১৪ হাজার রুপি। ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ৭২০x১৪৪০ পিক্সেল ডিসপ্লে। অক্টাকোর (কোয়াডx২ গিগাহার্টজ + কোয়াডx১.৫ গিগাহার্টজ) কর্টেক্স এ ৫৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। ৪জিবি র‌্যাম সাথে ৬৪জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম চালিত। এর রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটি ২০ মেগাপিক্সেল। ব্যাটারি আছে ৩০০০ এমএএইচ এর।


৪. মটোরোলা মোটো জি৫এস প্লাস

বাংলাদেশে ফোনটির দাম পড়বে ২৪ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির আইপিএস এলসিডি (কর্নিং গরিলা গ্লাস ৩) ১০৮০x১৯২০ পিক্সেল ডিসপ্লে। অক্টাকোর ২.০ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। ৪জিবি র‌্যাম সাথে ৬৪জিবি স্টোরেজ ক্যাপাসিটি। অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম। রিয়ার ক্যামেরাটি ডুয়াল ১৩+১৩মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। ব্যাটারি ৩১০০ এমএএইচ।


৫. অনার ৯আই

চীনা স্মার্টফোন কম্পানি হুয়াওয়েই এর এই ফোনটির দাম বাংলাদেশে প্রায় ২৭ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.৯ ইঞ্চির আইপিএস-এলসিডি ১০৮০x২১৬০ পিক্সেল ডিসপ্লে। অক্টাকোর (কোয়াড x ২.৩৬ গিগাহার্টজ + কোয়াড x ১.৭ গিগাহার্টজ) কর্টেক্স-এ৫৩ কিরিন ৬৫৯ প্রসেসর। ৪জিবি র‌্যাম সাথে ৬৪জিবি স্টোরেজ ক্যাপাসিটি। অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট অপারেটিং সিস্টেম। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৩৩৪০ এমএএইচ।


৬. মটোরোলা মোটো এক্স৪

বাংলাদেশে ফোনটির দাম প্রায় ৩৮ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির আইপিএস এলসিডি ১০৮০x১৯২০ পিক্সেল ডিসপ্লে। অক্টাকোর ২.২ গিগাহার্টজ, কর্টেক্স এ৫৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। ৪জিবি র‌্যাম এবং ৬৪জিবি স্টোরেজ ক্যাপাসিটি। অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম। এর রিয়ার ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল। ব্যাটারি ৩০০০ এমএএইচ।