কম দামে ৩ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ December 18, 2017 1,851
কম দামে ৩ জিবি র‌্যামের ফোন

এন্ট্রি লেভেলের একটি ফোন বাজারে আনলো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ফোনটির মডেল ইলুগা আই নাইন। ফোনটির মূল্য ১১৬ ডলার। যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৬০০ টাকার কাছাকাছি।


নতুন এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ফোনটির পুরত্ব ৭.৮ মিলিমিটার।


ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটিতে মিডিয়াটেক এমটি৬৭৩৭ চিপসেট এবং ১.২৫ গিগাহার্জের প্রসেসর আছে।


৩ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যবকআপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। প্যানাসনিক ইলুগা আই নাইন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।