এখন সেলফি ক্যামেরার স্মার্টফোন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। এজন্য আইটেল আনলো ডুয়েল সেলফি ক্যামেরার স্মার্টফোন। মডেল আইটেল এস ১২।
দেশে আইটেল তাদের ফোনে দিচ্ছে ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট সুবিধা।
এস ১২ স্মার্টফোন এ রয়েছে, ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরার। এই ক্যামেরায় যোগ করা হয়েছে ফেস বিউটি মোড, যার জন্য সেলফি হবে আরো প্রাণবন্ত। ৫ মেগাপিক্সেল ডুয়েল এলইডি ফ্ল্যাশ সম্বলিত ব্যাক ক্যামেরার অটোফোকাস ফিচার নিশ্চিত করবে ব্যবহারকারীর নিখুঁত ছবি।
আইটেল এস১২ স্মার্টফোনে ভিন্ন মাত্রা যোগ করেছে ঘনত্বপূর্ণ ধাতব নকশার সাথে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্লিম, স্মার্ট এবং স্টাইলিশ আইটেল এস১২ ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, অ্যানড্রয়েড ৭.০ নুগাট ভার্সনে চালিত ফোনটিতে আছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে।
এতে রয়েছে ৮ জিবি রম এবং ১ জিবি র্যাম। ব্যাকআপের জন্য রয়েছে ২৪০০ এমএএইচ ব্যাটারি।
তিনটি ভিন্ন ভিন্ন রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।