একেবারে পাঁচ পাঁচটা নতুন ফিচার এনে সবাইকে চমকে দিল হোয়াটসঅ্যাপ! আসলে বাজারে চ্যাট ইঞ্জিনের তো আর অভাব নেই! একদিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলেই রয়েছে 'হাইক'!
তার উপর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে ইনস্টাগ্রাম নিয়ে আসছে তাদের নতুন চ্যাট অ্যাপ 'ডায়রেক্ট'।
এসবের মাঝে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে না পারলে চলে? তা, এবারে প্রতিযোগীদের একহাত নিতে কেমন পঞ্চবাণের প্রয়োগ করছে সংস্থা? এই ফিচার আদতে ভিডিও কলের সময়ে ব্যবহারকারীদের অনেকগুলো কাজ এক সঙ্গে করার সুযোগ দিচ্ছে। এর নাম রাখা হয়েছে 'পিকচার ইন পিকচার মোড', সংক্ষেপে 'পিআইপি'।
যখন কোনো ভিডিও কল আসবে, তখনই স্ক্রিনে ভেসে উঠবে এর আইকনটি। এরপর সেটায় ক্লিক করলে খুলে যাবে একটা নতুন উইন্ডো। চাইলে সেই উইন্ডো ছোটো করে রাখা যাবে আগের স্ক্রিনেই। এভাবে ভিডিও কলে সময় দেওয়ার পাশাপাশিই সেরে নেওয়া যাবে অন্যান্য কাজ।