নেটনা থাকলেও মিলবে নেটের সুবিধা। এমন সুবিধা নিয়ে গুগল এনেছে নতুন ফিচার।
আর এমন কানেকশন দিয়ে ফোনেই অফিসের জরুরি একটা কাজ করা যাবে। আর নেটের যে কোনো কাজই করা যাবে। এমনটাই দাবি গুগলের।
গুগল ক্রোমের নতুন ভার্সনে থাকছে এমন ফিচার যাতে অফলাইন থাকলেও ইন্টারনেটের সুবিধে পাওয়া যাবে।
আপনার ব্রাউজিং হিস্ট্রি, অবস্থান ইত্যাদির ওপর নির্ভর করে গুগল অনেক কিছুই এবার থেকে আগাম নামিয়ে রাখবে। ফলে যখন নেট কানেকশন থাকবে না, তখনও সেসব জিনিস চাইলে আপনার সামনে সেসব হাজির করবে গুগল।
গুগলের অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড-এ প্রোডাক্ট ম্যানেজার আমান্দা বোস ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেট কানেকশন ব্যাহত হলেও এবার অ্যান্ড্রয়েড ফোনে নেট ব্যবহার করা যাবে। ভারতসহ নাইজেরিয়া বা ব্রাজিলের মতো শতাধিক দেশেও এই ফিচার মিলবে। প্লে-স্টোর থেকে ক্রোমের এ নতুন ভার্সন ডাউনলোড করা যাবে।
তবে বাংলাদেশে এ সার্ভিস পাওয়া যাবে কিনা তা এখন জানায়নি গুগল।