বাজারে এলো Oppo’র দুর্দান্ত লুকের এক স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ December 12, 2017 1,836
বাজারে এলো Oppo’র দুর্দান্ত লুকের এক স্মার্টফোন

বাজারে এলো লাল রঙে এলো Oppo F5। ৬ জিবি র‌্যাম ভার্সনের এই ফোনটি কেনার জন্য প্রি-বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ফোনটির দাম করা হয়েছে ২৪,৯৯০ টাকা। Oppo সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘নতুন এই সেলফি এক্সপার্ট এফ ফাইভ ৬ জিবি রেড ভার্সনের জন্য ইউজারদের যুগান্তকারী সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত। স্টাইলিশ আউটলুক ও দ্রুততর কার্যক্ষমতার সাথে Oppo F5 ৬জিবি রেড ভার্সন আমাদের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেবে।’


দৃষ্টিনন্দন লাল রঙের উপস্থিতির সাথে ৬জিবি র‍্যামের এবং ৬৪জিবি রম-এর অপো এফ ফাইভ ৬ জিবির আছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর। অনেক বেশি স্টোরেজ ক্ষমতা থাকায় গ্রাহকরা স্বচ্ছন্দে এই ফোন ব্যবহার করতে পারবেন। আর স্টাইলিশ ও ফ্যাশনেবল লাল রঙ নিশ্চিত করবে আপনি আপনার পছন্দের ফ্যাশনে আছেন।


অপো এফ ফাইভ ৬ জিবিতে আছে ৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিন। ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ইউজারকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। মধ্যম মানের ফোনগুলোর মধ্যে এরকম ডিসপ্লের ফোন এটিই প্রথম।