সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব

সাধারণ জ্ঞান December 10, 2017 2,398
সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব

→বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?

উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে।


→ বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?

উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।


→ বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ নুরজাহান বেগম।


→ বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে।


→ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?

উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।


→ বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?

উত্তরঃ বরেন্দ্র যাদুঘর।


→ সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?

উত্তরঃ শায়েস্তা খান।


→ ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?

উত্তরঃ সুবেদার ইসলাম খান।


→ কুতুব মিনার কোথায় অবস্থিত?

উত্তরঃ দিল্লীতে।


→ ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?

উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।


→ সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?

উত্তরঃ ১৭ বার।


→ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।


→ “দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে?

উত্তরঃ সম্রাট আকবর।


→ বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল?

উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।


তথ্যসূত্রঃ ইন্টারনেট;