আলুর বাজারে ব্যাপক ধস নামায় ৮৪ কেজি ওজনের এক বস্তা আলু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০টাকা। সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে বস্তাটিও। এক কেজি আলুর দাম তিন বা সাড়ে তিন টাকা হলেও কেনার মানুষ মিলছে না বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তাই করা হচ্ছে মাইকিং।
আলু বিক্রির জন্য গতকাল শুক্রবার শিবগঞ্জের অভিরামপুর গ্রামে মাইকে প্রচারণা চালান ব্যবসায়ী আজিজার রহমান(৩৮)। তিনি বলেন ২২০টাকা দরে গ্রানুলা জাতের আলু কিনে তা এভাবে ফেরি করে বিক্রির কৌশল নিয়েছি।এতে করে আমার সব খরচ মিটিয়ে দিন শেষে ৪০০ থেকে ৫০০টাকা লাভ থাকছে।
তথ্যসূত্র:এমটিনিউজ২৪