জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জর্ডানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক December 4, 2017 1,886
জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জর্ডানের কড়া হুঁশিয়ারি

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার বিষয়ে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে জর্ডান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জর্ডার বলেছে, এমন সিদ্ধান্ত নিলে তার ‘পরিণতি ভয়ঙ্কর’ হবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছেন। এক টুইটবার্তায় সাফাদি বলেন, ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছি। এ ধরনের সিদ্ধান্তের ফলে আরব ও মুসলিমবিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়বে, উত্তেজনা বাড়বে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সংকটের মুখে পড়বে।’ বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্র“তিগুলোর মধ্যে একটি ছিল তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া। খুব শিগগির মার্কিন প্রেসিডেন্ট ওই প্রতিশ্র“তি পূরণ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার এ ধরনের সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন।