ফেইসবুকে আইডি ব্লক হওয়ার কারন।

ফেসবুক টিপস April 20, 2016 1,177
ফেইসবুকে আইডি ব্লক হওয়ার কারন।

বেশির ভাগ মানুষের ধারনা ফেইসবুকে আইডি ব্লক হয় ফটো ট্যাগের কারনে ।।

এইটা সম্পুর্ন ভুল ধারনা ।।


ফেইসবুকে আইডি ব্লক হওয়ার একমাত্র কারন আইডি Properly Secured না থাকা ।।

আইডি সিকিউরড হলে সারাদিন বসে বসে শুধু ফটো ট্যাগ করলেও ব্লক হওয়ার সম্ভাবনা শুন্য ।।


এখন প্রশ্ন আপনার আইডি সিকিউরড করবেন কিভাবে ।।

হুম ।।

আইডি সিকিউরড করতে নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন ।।

⌂কমপক্ষে দুইটি ভেরিফাইড ই-মেইল আইডি অ্যাড করুন আপনার প্রোফাইলে ।।

⌂ ফোন নাম্বার অ্যাড করে ভেরিফাই করুন ।।

⌂ Security Question অ্যাড করুন ।।

⌂ Secure Browsing enable করুন ।।

⌂ তিনটি Trusted Contact অ্যাড করুন ।।

⌂ কাজ শেষ ।। সাথে থাকুন ,, ভালো থাকুন ।।