ব্ল্যাক ম্যাজিক করা কি হারাম?

ইসলামিক শিক্ষা November 30, 2017 3,430
ব্ল্যাক ম্যাজিক করা কি হারাম?

প্রশ্ন : মানুষ যে ব্ল্যাক ম্যাজিক (কালো জাদু) করে, এটি কি জায়েজ নাকি নাজায়েজ?


উত্তর : ব্ল্যাক ম্যাজিক ইসলামে হারাম। শুধু হারামই নয়, এটি কুফরি কাজ। এই কাজের মাধ্যমে অন্য ব্যক্তিসহ মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। এটি করা একেবারেই জায়েজ নেই; বরং এটা থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''